বগুড়ার হাতের আঙ্গুল কাটার জট খোলেনি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-09-2021

বগুড়ার হাতের আঙ্গুল কাটার জট খোলেনি

বগুড়ার চকফরিদ কলোনি এলাকার ইঞ্জিনিয়ার ছাত্রাবাসে আনারুল ইসলাম (২২) এক যুবকের ডান হাতের দুটি আঙ্গুল কাটা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনেও কাটা আঙ্গুলের রহস্যের জট খোলেনি। জট খুলতে জেলা পুলিশ তদন্ত করেও কূলকিনারা পাচ্ছে না। 

জানা যায়, আনারুল ইসলাম নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকউমর পাটারি পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ২০১৮ সালে জয়পুরহাট পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হয়ে চতুর্থ সেমিস্টার পর্যন্ত পড়ালেখা করেছেন। ওই ইন্সটিটিউটে পঞ্চম সেমিস্টার না থাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। এসব কারণে আনোয়ারুল বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকার ইঞ্জিনিয়ার ছাত্রাবাসে মেস ভাড়া নেয়।

আনারুল ইসলাম বলেন, গত ২৪ সেপ্টেম্বর দুইজন সন্ত্রাসী মেসের রুমে গিয়ে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে প্রথমে মুখে কাপড় গুঁজে দিয়ে আমাকে একটি ওয়াশ রুমে নিয়ে যায়। তারপর আমার দুই হাত পিছমোড়া করে ডান হাতের দুই আঙ্গুল কেটে দেয়। তারা চলে যাওয়ার পর প্রাণ ভয়ে গোপনে শহরের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নেন। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সিসি ক্যামেরায় তদন্ত করে দেখা গেছে আঙ্গুল কাটার পর সে নিজে একা ইজিবাইকে করে হাসপাতালে যায়। আঙ্গুল কাটার আগে ওই মেসে কাউকে ঢুকতে বা বাইরে যেতে দেখা যায়নি। তিনি যে বাথরুম ব্যবহার করতেন সেই বাথরুমে রক্তের ছোপ ছোপ দেখা গেছে। এছাড়া আঙ্গুল রেখে ধারালো কোন কিছু দিয়ে কোপ দিয়েছে সে জায়গায় রক্তের দাগ দেখা গেছে। তার মেসের অন্য ছাত্রদের এ বিষয়ে জানতে চাইলে, কেউ কিছু বলতে পারেনি। কি ভাবে তার আঙ্গুল কেটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

আনারুলের বাবা নজরুল ইসলাম জানিয়েছেন, কি কারণে কারা তার ছেলের আঙ্গুল কেটেছে তিনি সেটা জানেন না। কিন্তু ছেলের আঙ্গুল কাটার ঘটনায় তার ক্ষতি হয়েছে। ফলে ছেলের ভবিষ্যৎ নষ্ট হতে পারে বলে আশংকা করছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা