বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মৃতদেহ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-09-2021

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মৃতদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ট্রলার উল্টে নিখোঁজের ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা গ্রামের আলী হোসেনের ছেলে ইব্রাহিম (৩৫), তোতা মিয়ার ছেলে মনির (৩৫) এবং পশ্চিম বাদুরতলা গ্রামের কুদ্দুস ফরাজীর ছেলে সরোয়ার (৩০)। বুধবার সকাল নয়টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ভিতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা। তিনি জানান, ঘূর্ণিঝড় গুলাবের কারণে আবহাওয়া উত্তাল থাকায় গতকাল বেশ কিছু ট্রলার উল্টে গিয়েছিল। এ পর্যন্ত সুন্দরবনের আশার চর থেকে এবং দুবলার চর থেকে কিছু ট্রলার উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর ২৭ জন মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার ও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, মরদেহ শনাক্তে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা