বঙ্গোপসাগর থেকে ৩ জেলের লাশ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-09-2021

বঙ্গোপসাগর থেকে ৩ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে বুধবার (২৯ সেপ্টম্বর) সকালে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। মঙ্গলবার সকালে সাগরে ফিশিংবোট ডুবিতে ঐ জেলেরা মারা যায়।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও পাথরঘাটার মতস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী ইত্তেফাককে বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফিশিংবোট এফবি আল্লার দান ১৪ জন জেলেসহ সাগরে ডুবে যায়। ডুবে যাওয়া বোটের মালিক পাথরঘাটার আ. রাজ্জাক মিয়া। সাগরে ভাসমান জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও তিনজন জেলে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ জেলেদের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। মৃত জেলেরা হচ্ছেন, সরোয়ার (৩০), ইব্রাহিম (৩৫), মনির (২৮)। এদের বাড়ি পাথরঘাটায় বলে মোস্তফা চৌধুরী জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা