বাল্যবিয়ে রুখতে থানায় হাজির স্কুলছাত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-09-2021

বাল্যবিয়ে রুখতে থানায় হাজির স্কুলছাত্রী

মা ও খালা বিয়ে দিতে চান। তাদের অনেক বুঝিয়েও বিয়ে বন্ধ করাতে পারেনি ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক শিক্ষার্থী। অবশেষে বিয়ে রুখতে চুয়াডাঙ্গার মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী নিজেই থানায় হাজির হোন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় এ ঘটনা ঘটে

পুলিশ জানায়, ১৬ বছর বয়সী ওই কিশোরী চুয়াডাঙ্গায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা চা দোকানদার, মা একটি মুড়ির কারখানায় চাকরি করেন। তার খালা ও মা তাকে বিয়ের জন্য চাপ দেন। কিশোরী তার অভিভাবকদের বারবার বুঝানো সত্ত্বেও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের জন্য ছেলে ঠিক করেন। কোনো উপায়ন্তর না দেখে কিশোরী নিজেই থানায় উপস্থিত হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা