পরীক্ষা না হলেও বোর্ড থেকে সার্টিফিকেট পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-09-2021

পরীক্ষা না হলেও বোর্ড থেকে সার্টিফিকেট পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা

পরীক্ষা না হলেও বোর্ড থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার প্রতিবেদককে বলেন, জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন তাদের ফরম ফিলাপ করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই ফরম ফিলাপের পর বছর শেষে তাদের সনদ দেওয়া হবে। তবে সনদে কোন ডিভিশন/শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না। 

সচিব বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা না হওয়ায় তাদের দেওয়া হবে উত্তীর্ণের সনদ। তারা উত্তীর্ণ হয়েছে, শুধু এটাই সনদে লেখা থাকবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা