মাছ ধরার জালের ভেতর থেকে ইয়াবা উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-09-2021

মাছ ধরার জালের ভেতর থেকে ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী এলাকায় একটি মাছ ধরা জালের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গাদ্দার ফিশারি এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ঝিমংখালী গাদ্দার ফিশারি এলাকা দিয়ে পাচার হবে। পরে ঝিমংখালী বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে মাছ ধরার জাল হাতে নিয়ে নাফনদী পার হয়ে গাদ্দার ফিশারির দিখে আসতে দেখা যায়।

টহলদল তাকে দেখামাত্র চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তার সাথে থাকা মাছের জাল ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া জালটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা