বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানো নিয়ে এখনো অনিশ্চয়তা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-09-2021

বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানো নিয়ে এখনো অনিশ্চয়তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছয়টি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে ল্যাব স্থাপনের অনুমতি দিয়েছিল। সবগুলো প্রতিষ্ঠান ল্যাব বসানোর কাজ সম্পন্ন করলেও শেষ মুহূর্তে মাত্র একটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়ার পক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বাকি পাঁচটি প্রতিষ্ঠানকে আনছার দিয়ে উঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন শীর্ষ কর্মকর্তা। স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তা বলেন, আমরা অসহায়, কিছুই করতে পারছি না। কেন পরিপূর্ণভাবে বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে দেওয়া হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। তাদের আসল উদ্দেশ্য কী? এটা কী বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র?

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে জানিয়ে দিয়েছে যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য স্থাপিত কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষাগারটি পরীক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত আছে। উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাব স্থাপন সম্পর্কিত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এটা জানানো হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা