ভয়াবহ আগ্নেয়গিরিতে জীবন হুমকিতে লা পামা দ্বীপবাসী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-09-2021

ভয়াবহ আগ্নেয়গিরিতে জীবন হুমকিতে লা পামা দ্বীপবাসী

উত্তর আটলান্টিক মহাসাগরের স্পেনের লা পামা দ্বীপ উপকূল বাসিন্দারা জীবন হুমকিতে পড়েছেন। পর্যটন নির্ভর এ দ্বীপে আগ্নেয়গিরির ভয়াবহতা না থামায় অস্তিত্ব সংকটে পড়েছে স্থানীয়রা।

এ অঞ্চলটি স্থানীয়দের কাছে উপার্জনের অন্যতম উৎস ছিল। মাছ ধরেই সংসার চালাতো এখানকার কয়েকশ' পরিবার। কিন্তু পাশেই সক্রিয় ভয়াবহ আগ্নেয়গিরির কারণে জীবন-জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন বাসিন্দারা। সাধারণ মানুষ বলছেন, থেকে থেকে ভূমিকম্প এবং লাভার উদগীরণে মাছ পড়ছে না তাদের জালে। বেকার হয়ে পড়েছেন শত শত মানুষ। 

স্থানীয়রা বলছেন, দ্বীপে তাদের অর্থনীতির ১৫ শতাংশ আসে কলা চাষ থেকে। কিন্তু আগ্নেয়গিরির ছাইয়ে তাও প্রায় ধ্বংস হওয়ার ঝুঁকিতে।

স্থানীয় একজন জেলে জানালেন, গেলো এক সপ্তাহ ধরে কোনো মাছ পাচ্ছেন না তারা। যে কোনো সময় এলাকাটিতে চলাচল বন্ধ করে দেয়া হতে পারে। আর সমুদ্র পর্যন্ত যদি লাভা পৌঁছে যায় তাহলে কতোদিন যে মাছ ধরা যাবে না তার কোনো হিসেব নেই। 

শুধু মাছ ধরাই নয়, কৃষি কিংবা গবাদি পশুর খামারিদেরও একই দশা। পর্যটননির্ভর দ্বীপটির বাসিন্দারা বলছেন, জরুরি সহায়তা না পেলে না খেয়ে থাকতে হবে। এমনকি এভাবে অগ্নুৎপাত চলতে থাকলে দ্বীপে তাদের অস্তিত্ব নিয়েও দুশ্চিন্তায় তারা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা