বিমানবন্দরে বসল কোভিড টেস্টিং ল্যাব


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-09-2021

বিমানবন্দরে বসল কোভিড টেস্টিং ল্যাব

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার বলেছিলেন, ‘শনিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্ট করা যাবে।’ তবে গতকাল এই টেস্ট করা না গেলেও এদিন রাতে বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব বসানোর কাজ শেষ হয়।  

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, ‘শনিবার রাতেই বিমানবন্দরের ভেতরে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। তবে কবে থেকে এই ল্যাবে নমুনা নেওয়া শুরু হবে তা বলতে পারবেন স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত দুই টেকনিক্যাল কমিটির লোকজন। তারাই পুরো প্রক্রিয়াটি দেখছেন।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা