পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা সদস্যদের সর্বস্ব লুট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-09-2021

পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা সদস্যদের সর্বস্ব লুট

পটুয়াখালীতে তাবলিগ জামাতে বিভিন্ন জেলা থেকে আসা ১৩ সদস্যকে শহরের একটি মসজিদে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তাবলিগ জামাতে আগত সদস্যের মধ্যে সুস্থ জাবের ও রাসেল জানান, বৃহস্পতিবার ঢাকার নারায়ণগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ১৫ জন সদস্য তিন চিল্লার জন্য পটুয়াখালী আসেন। শুক্রবার তাদের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ১৫ জন সদস্য ওঠেন। ওই দিন সকাল থেকে তারা ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর তাদের রীতি অনুযাযী কাজ শুরু করেন। রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্যদের সাথে অন্য দুই জন অপরিচিত মানুষ ওই মসজিদে তাদের সাথে ছিলেন। 

পরে ফজরের সময় তারা ২ দুজন ঘুম থেকে উঠলেও সাথে থাকা বয়স্ক ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেন নি। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্বার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। তবে তাদের সাথে থাকা টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে দূর্বৃত্তরা।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মো. মাহমুদ জানান, অচেতন ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। থানায় এলে বিস্তারিত বলা যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা