হাইতিয়ান অভিবাসীদের ফেরত পাঠানোয় মার্কিন দূতের পদত্যাগ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-09-2021

হাইতিয়ান অভিবাসীদের ফেরত পাঠানোয় মার্কিন দূতের পদত্যাগ

হাইতিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন বিশেষ দূত ড্যানিয়েল ফুটে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের সীমান্তে জড়ো হওয়া হাইতিয়ানদের ফেরত পাঠানো অমানবিক- এমন অভিযোগ তুলে তিনি পদ ছেড়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্ডার ব্রিজের নিচে জড়ো হওয়া অভিবাসনপ্রত্যাশী ১৩ হাজার হাইতির নাগরিককে প্লেনে করে ফেরত পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। স্থানীয় কর্মকর্তারা তাদের খাবার এবং পর্যাপ্ত স্যানিটেশন সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন।

পদত্যাগপত্রে ফুটে লিখেছেন, হাইতি একটি ভেঙে পড়া রাষ্ট্র। খাদ্য, আশ্রয় এবং অর্থের অভাবসহ হাজার হাজার অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠালে মানবিক বিপর্যয় হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, 'বিশেষ দূত ফুটের আমলে অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশের যথেষ্ট সুযোগ ছিল। তিনি একবারও তা করেননি।' গত রবিবার থেকে হাইতিয়ানদের ফেরত পাঠানো শুরু হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা