বিশ্বনাথের ‘গরীবের ডাক্তার’ গিয়াস উদ্দিন আর নেই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

বিশ্বনাথের ‘গরীবের ডাক্তার’ গিয়াস উদ্দিন আর নেই

সিলেটের বিশ্বনাথ উপজেলার গরীবের ডাক্তার খ্যাত, পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। 

তিনি তাঁর মাতা-পিতা, স্ত্রী-সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় তার নিজ গ্রাম লম্বাগাও গ্রামের আবদুল কুদ্দুস তালুকদার প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

দীর্ঘ দিন ধরে উপজেলা সদরের রামসুন্দর সরকারি স্কুল মার্কেটে নিজ নামে চিকিৎসা কেন্দ্র খুলে রোগীদের সেবা দিয়ে আসছিলেন তিনি। গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়ায় মানবিক এ ডাক্তারের সুনাম ছড়িয়ে পড়ে অল্প দিনে। খ্যাতি লাভ করেন গরীবের ডাক্তার হিসেবে। তার বাড়ি পার্শ্ববর্তী উপজেলা দক্ষিণ সুরমার রশিদপুর সংলগ্ন লম্বাগাঁও-এ। 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা