চীনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, প্রভাব পড়তে পারে টোকিও অলিম্পিকেও


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-07-2021

চীনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, প্রভাব পড়তে পারে টোকিও অলিম্পিকেও

চীনে গত কয়েক দিনের প্রবল বর্ষণের পর এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব চীনে আগামীকাল রবিবারই আছড়ে পড়তে চলেছে ‘ইন-ফা’ নামের শক্তিশালী ঘূর্ণিঝড়টি। ইন-ফা-র পাশাপাশি ‘নেপার্টাক’ নামের আরও এক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন শক্তি সঞ্চয় করছে। এর প্রভাব পড়তে পারে জাপানের মূল ভূখণ্ডে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এর মধ্যে গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে টোকিও অলিম্পিক । তাই এই ঘূর্ণিঝড়ের প্রভাব টোকিও এবং গেমসের আসরে কতটা পড়ে, সেটাই এখন দেখার। এর আগে, গত চার দিন ধরেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে চীনে। যা জেরে দেশের পূর্বাংশের অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চীনের ঝেংঝউ-সহ মোট ২২টি শহর এখন বন্যার কবলে। ইতিমধ্যেই ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । যে সংখ্যা আরও বাড়ার আশঙ্কা । অনেক জায়গাতেই আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। বন্যার ফলে সুপেয় পানির সমস্যাও এখন চরমে দেখা দিয়েছে। ঝেংঝউ শহরেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৬০ বছরে এমন বৃষ্টিপাত চীনে হয়নি।

সূত্র : সিএনএন ও নিউজ ১৮।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা