পুলিশের গুলিতে আহত ব্যক্তিকে ফটোগ্রাফারের মরধর, ভিডিও ভাইরাল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

পুলিশের গুলিতে আহত ব্যক্তিকে ফটোগ্রাফারের মরধর, ভিডিও ভাইরাল

ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে পুলিশের গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে থাকা ব্যক্তির ওপর এক ফটোগ্রাফারের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার আসামের দারং জেলার সিপাজহার গ্রামে ঘটে যাওয়া ভাইরাল হওয়া ৭২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশের দিকে দৌড়ে যাচ্ছে। এ সময় ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর তার দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। ওই ব্যক্তির মুখ ঢাকা ছিলো এবং তার গলায় ক্যামেরা ঝুলানো ছিলো।

ওই ব্যক্তি পুনরায় ফিরে আসে এবং মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে আবারও মারতে শুরু করে। পুলিশ ওই ব্যক্তিকে সেখান থেকে সরে যেতে বলছে ভিডিওতে এমনটিই দেখা গিয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা