বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক নেতা (ভিডিও)


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক নেতা (ভিডিও)

দ্রুত নির্বাচনসহ নানা দাবিতে হাটহাজারীর একটি রেস্টুরেন্টে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের (৪৫), যিনি চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা। কিন্তু বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি ঢলে পড়েন। আর উঠে দাঁড়াতে পারলেন না। চলে গেলেন না ফেরার দেশে। চিকিৎসক জানিয়েছেন, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। 

আবু তাহেরের গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীর হাট এলাকায়। এবার চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল তার।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে গত বুধবার রাত ৮টার দিকে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। হঠাৎ তিনি ঢলে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, আবু তাহের স্ট্রোক করেছেন। 

চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকালে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীর হাটে দাফন করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা