ইংল্যান্ডে একই দিনে দুই সিলেটি খুন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

ইংল্যান্ডে একই দিনে দুই সিলেটি খুন

ইংল্যান্ডে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে দুই সিলেটি খুনের ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে সিলেটির          বসবাস হওয়ায় তারা আছেন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে। নিহত দুজন হলেন- সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে সেলিম মিয়া এবং সুনামগঞ্জের জগন্নাথপুর        উপজেলার দাওরাই গ্রামের আব্দুল রউফের মেয়ে সাবিনা নেছার (২৮)। সেলিম স্কটল্যান্ডের বাংলাদেশি মালিকাধীন একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, সাবিনা ক্যাপিটাল সিটি লন্ডনে শিক্ষকতা করতেন। জানা গেছে      , গত ১৭ সেপ্টেম্বর (গত শুক্রবার) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে এক সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন হন সেলিম মিয়া। তিনি ২০ বছর ধরে যুক্তরাজ্যে ছিলেন। আইনী লড়াই শেষে মাত্র কয়েকদিন আগে পেয়েছিলেন দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। দেশে ফিরতে চেয়েছিলেন শিগগিরই, কিন্তু তা আর হয়নি। সেলিম স্কটল্যান্ডের ইনভারকেটিং     হাই স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন ‘গুলসান তান্দুরি রেস্টুরেন্টে’ শেফের কাজ করতেন। ওই রেস্টুরেন্টের মালিক সিলেটের বিয়ানীবাজার এলাকার। রেস্টুরেন্ট সূত্র জানিয়েছে, রেস্টুরেন্টে স্টাফ সংকট হলে সেলিম প্রায়ই স্টাফ সংগ্রহ করে আনতেন     । এরকই এক স্টাফকে কাজে এনেছিলেন সেলিম। কিন্তু সেই স্টাফের হাতেই খুন হলেন তিনি। সেলিম ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে এডিনবারার রয়েল ইনফারমারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক সহকর্মীকে গ্রেফতার করেছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে, গত শুক্রবার রাতে বাসার বাইরে ছিলেন সাবিনা নেছার। এরপর শনিবার বিকালে সাউথ ইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে তার মরদেহ পাওয়া যায়। তবে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন গত সোমবার।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা