ছেলের ঘুষিতে হাসপাতালে বাবা!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

ছেলের ঘুষিতে হাসপাতালে বাবা!

কুমিল্লার মনোহরগঞ্জে ছেলের ঘুষিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন হতভাগা বাবা। উপজেলার খিলা ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় গতকাল বৃহস্পতিবার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর গ্রামের মোশাররফ হোসেন সম্পত্তি বিক্রি করে একমাত্র ছেলে দুলাল মিয়াকে ওমানে পাঠান। পাঁচ বছর প্রবাসে থাকার পর গত তিন মাস আগে দেশে ফিরে বিয়ে করেন দুলাল। কয়েকদিন আগে দুলাল আবারও ওমানে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল তার বাবাকে লাঞ্ছিত করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে মোশাররফের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। পরে বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। 

অভিযুক্ত দুলাল মিয়া বলেন, প্রবাসে পাঠানোর জন্য টাকা নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। বাবাকে আমি মারধর করিনি। 

এ ঘটনায় ভুক্তভোগী মোশাররফ হোসেনের বোন কোহিনুর আক্তার বাদী হয়ে দুলাল মিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন। 

মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা