আয়রন ডোম উন্নয়নে ইসরায়েলকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

আয়রন ডোম উন্নয়নে ইসরায়েলকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। এরপর থেকে ইসরায়েলের মিসাইল ডোম সিস্টেম নিয়ে আলোচনা কম হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই সিস্টেমের জন্য এবার ১০০ কোটি ডলার দেবে ইসরায়েলকে। এ বিষয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিল পাস হয়েছে। এবার তা সেনেটে পাস হবে।

হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং এর পক্ষে ৪২০টি, বিপক্ষে ৯টি ভোট পড়ে।

বিলটি পাসের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হাউসের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন। ইসরায়েলের মানুষ আমেরিকার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।’

সূত্র : ডয়চে ভেলে, এপি, রয়টার্স


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা