প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে বাইরে আসার সঙ্গে সঙ্গে প্রতারকের খপ্পরে পড়েন কক্সবাজারের ঈদগাঁও এলাকার এক প্রবাসীর স্বজন। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় পালিয়ে যায় প্রতারক চক্র। বৃহস্পতিবার আবারও একই জায়গায় আসেন সেই প্রতারক চক্রের তিন সদস্য। আগের দিনের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা সেই প্রতারক তিনজনকে জনতার সহায়তায় আটক করে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং আগের দিন হাতিয়ে নেওয়া টাকাও জব্দ করা হয়।

আটক তিন প্রতারকরা হলেন, মাদারিপুরের শিবচর থানার বহেরাতলা এলাকার মৃত লাল মিয়া ফকিরের ছেলে মো. খোকন (৫০), শিবচরের শিরুয়াইল ইউপির পূর্ব কাকুরার মৃত মফিজ উদ্দিন মাতব্বরের ছেলে মো. ফারুক (৪৮) ও ঢাকার সাভার থানার শিমুলিয়া গোয়ালবাড়ির মৃত ইসমাইলের ছেলে মো. সেলিম (৪৩)।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা