মেহেরপুরে পূর্বশত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে জখম


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

মেহেরপুরে পূর্বশত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে জখম

মেহেরপুর শহরের সরকারি উচ্চ বালক বিদ্যালয় মোড়ে পূর্বশত্রুতার জেরে সাকিব নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আহত সাকিব মেহেরপুর শহরের ওয়াপদাপাড়ার কাঁচামাল ব্যাবসায়ী সাজ্জাদ হোসেনের ছেলে।

আহত সাকিব জানায়, গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মোড় দাঁড়িয়ে ছিলাম। এসময় মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মো. সোহাগ, মুকুল, সাইমুন সৈকত, মো. মামুনসহ আরও ৪/৫ জন মিলে আমাকে কিল ঘুষি মারতে মারতে স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে আমাকে লোহার রড ও বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে আমি সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়। এসময় আমার চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় লিখিত অভিয়োগ করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত সাকিবের দেহের বিভিন্ন অংশে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশংকা মুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।  

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা