প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে কোয়াড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2021

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে কোয়াড

গত মার্চে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া মিলে গঠন করে কোয়াড জোট। এতদিন এই জোটের সব বৈঠক ভার্চুয়ালি হয়েছে। এবার প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক বসতে যাচ্ছে কোয়াড। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কোয়াড নেতাদের সাথে দেখা করার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত চীনের বিষয়ে মনোযোগী হবেন। এই জোটের মধ্যে ভারতই একমাত্র দেশ যার চীনের সঙ্গে সীমান্ত রয়েছে এবং সীমান্তটি বেশ কয়েকটি পয়েন্টে তিক্তভাবে বিতর্কিত।

জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ফাইভজি অবকাঠামোর মতো উদীয়মান প্রযুক্তির ভাগাভাগি নিয়ে কোয়াড গভীর সহযোগিতার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

প্রাক্তন ভারতীয় কূটনীতিক জিতেন্দ্র নাথ মিশ্র বলেছেন, ভারতের কিছু কঠিন বিষয় উপস্থাপন করতে হবে। বিস্তৃত সমুদ্র উপকূলে চীন নিজের উপস্থিতি রেখেছে। এখানে ভারত কীভাবে স্বার্থরক্ষা করবে- সে প্রশ্ন করতে হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা