টিকা নেওয়া বাংলাদেশিদের নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইন লাগবে না


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

টিকা নেওয়া বাংলাদেশিদের নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইন লাগবে না

ইউরোপিয়ান ইউনিয়নের দেশ নেদারল্যান্ডসে বাংলাদেশিদের ভ্রমণের ক্ষেত্রে আর কোয়ারেন্টাইনে থাকা লাগবে না। তবে এই সুযোগ পাবেন শুধু দুই ডোজ টিকা গ্রহণকারীরা। বৃহস্পতিবার এ তথ্য জানায় নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা আপডেট করেছে দেশটির স্বাস্থ্য সেবা বিভাগ। সে অনুসারে, সম্পূর্ণভাবে টিকা গ্রহণকারী ভ্রমণকারীদের নেদারল্যান্ডসে আসার পর তাদের আর হোম কোয়ারেন্টাইন করার প্রয়োজন পড়বে না। কিন্তু, ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরু করার আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে (সম্পূর্ণভাবে টিকা গ্রহণ করা সত্ত্বেও)। যাদের টিকা গ্রহণ করা হয়নি (বা আংশিকভাবে টিকা গ্রহণ করেছে) তাদের অবশ্যই কোয়ারেন্টাইন স্টেটমেন্ট থাকতে হবে;  এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা