মুঘল আমলের হীরে-পান্নার চশমা উঠছে নিলামে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

মুঘল আমলের হীরে-পান্নার চশমা উঠছে নিলামে

হীরে খচিত পান্নার এক জোড়া চশমা নিউইয়র্ক-হংকং-লন্ডনের প্রদর্শনশালা ঘুরিয়ে অক্টোবরে নিলামে তুলবে নামী নিলামঘর সদবিজ। তাদের আশা, দাম উঠবে ৩৫ লাখ ডলার। নিলামঘর সদবিজ-এর চেয়ারম্যান এডওয়ার্ড গিবসের মতে, মুঘল কারিগরির উৎকৃষ্ট নিদর্শন এই হীরে-পান্নার চশমা দুটি।

রত্নের মাপ ও আকারের জন্যই বিরল এই চশমা। এর একটি চশমা পরিচিত ‘হ্যালো অফ লাইট’ বা ‘জ্যোতিপরিধি’ নামে। গোলকুণ্ডা থেকে পাওয়া ২০০ ক্যারাটের হীরে দিয়ে তৈরি এটি।

সদবিজ-এর পরিসংখ্যান বলছে, সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় হীরকখণ্ড কেটে ঐ চশমা তৈরি হয়েছে। এর দ্বিতীয় চশমাটির নাম ‘গেট অফ প্যারাডাইস’ বা ‘স্বর্গদ্বার’। সেটিতে ব্যবহৃত পান্নার ওজন ৩০০ ক্যারেট। শুধু দামের নিরিখেই নয়—ভারতীয় উপমহাদেশ এবং ইসলামি সংস্কৃতিতে হীরের বিশেষ সমাদর। কারণ তা জ্ঞান ও দৈব আলোর প্রতীক। অশুভ শক্তিকে দূর করে শুভকে কাছে টানে হীরে, এই বিশ্বাসও বহুল প্রচলিত।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা