অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা, যুবক আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা, যুবক আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তি নুর আলমের ছেলে মো. আবুল কাশেম (৩০)। তিনি টেকনাফ হ্নীলা ২৭ নম্বর জাদিমোরা ক্যাম্পের ব্লক-এ/১০ এর বাসিন্দা।

ফয়সল হাসান খান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহলদল ইয়াবা পাচারের গোপন সংবাদ পায়। পরে বিজিবি সদস্যরা মোচনী এলাকায় প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

কিছুক্ষণ পর একটি যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে তল্লাশি করা হয়। এসময় অটোরিকশার সিটে বসা যাত্রীর পায়ের নিচে পলিথিন মোড়ানো ব্যাগ থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তাকে আটক করা হয়।

উদ্ধার ইয়াবাসহ আটক মাদক পাচারকারীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা