বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের রামপাল উপজেলায় ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার বড় দূর্গাপুর গ্রামের ইজারউদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন শেখ (৬০) ও খুলনার নতুন বাজার এলাকার মানিক শেখের স্ত্রী আশা বেগম (৩০)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদে মাদক কেনা-বেচার খবর পেয়ে থানার এসআই মো. শরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা গতকাল বুধবার রাতে উপজেলার বড় দূর্গাপুর গ্রামের শলতেখালি নদীর পাড়ের রাস্তায় অবস্থায় নেয়। এ সময় সেখান দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেনের দেহ তল্লাশি করে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও আশা বেগমের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় আশা বেগমের স্বামী মানিক শেখ।

রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের আজ বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা