চাঁদপুরে সোয়া ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

চাঁদপুরে সোয়া ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ মিটার কারেন্টজাল ও একটি বেহুন্দী জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। যার আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতা অবস্থায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও একটি বেহুন্দী জাল জব্দ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা