১৯ বছরেও নিষ্পত্তি হয়নি ইয়াবা জব্দের প্রথম মামলা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

১৯ বছরেও নিষ্পত্তি হয়নি ইয়াবা জব্দের প্রথম মামলা

সর্বনাশা মাদক ইয়াবা নিয়ে দেশের প্রথম মামলা দায়ের হয় রাজধানীর গুলশান থানায় ২০০২ সালে। কিন্তু ১৯ বছর চলে গেলেও মামলাটির বিচার শেষ হয়নি। তবে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম বলেছেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। আশা করি দ্রুত বিচারকাজ শেষ হবে। এতে সরকারপক্ষই জয়ী হবে।

প্রসঙ্গত, মামলাটি পরিবেশ আদালতে বিচারাধীন। মামলার আসামি সফিকুল ইসলাম ওরফে জুয়েল, সোমনাথ, মোশফিক ও এমরান জামিনে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হেলাল উদ্দিন ভুঁইয়া বলেন, মামলার সব আসামি জামিনে রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে মামলাটির কার্যক্রম ১২ বছর বন্ধ ছিল। বর্তমানে কার্যক্রম পুরোদমে চলছে। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর তিনি দ্বিতীয় দফায় সাক্ষী দিয়েছেন। তিনি বলেন, যেহেতু এটি প্রথম ইয়াবা উদ্ধারের মামলা, এ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা