রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

রাশিয়ায় ৪২ বছরের পুরোনো একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয়জনই নিহত হয়েছেন। গতকাল আন্তনভ এএন-২৬ বিমানটি রাশিয়ার দূরপ্রাচ্যে বিধ্বস্ত হয়েছিল বলে আজ বৃহস্পতিবার রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আজ বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। তাই দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই। উল্লেখ্য, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করে যে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক তারা। এটি ৪২ বছরের পুরোনো এবং বুধবার এটি রাডার থেকে হারিয়ে যায়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা