নাটোরের গুরুদাসপুরে ৩টি সুতি জাল উচ্ছেদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

নাটোরের গুরুদাসপুরে ৩টি সুতি জাল উচ্ছেদ

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানে ৩টি সুতি জাল উচ্ছেদ করে পোড়ানো হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের নির্দেশনায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের অবদা বাজার সংলগ্ন নন্দকুঁজা নদীত ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আবু রাসেল।

উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, নদীর পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি বাঁধা দেওয়ার কারণে এই সুতি জাল স্থাপন করা হয়। অবৈধ সুতিজাল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে। চলনবিল, আত্রাই, নন্দকুঁজাসহ যে সকল নদীতে সুতি জাল স্থাপন করা হয়েছে বা হবে সেগুলো উচ্ছেদ করা হবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা