সিলেটে দেবরের হাতে ভাবি খুন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

সিলেটে দেবরের হাতে ভাবি খুন

সিলেটে জায়গা জমি সংক্রান্ত বিরোধ আর বাঁশ কাটা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দেবরের ছোরার কোপে খুন হয়েছেন ভাবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক দেবর ও তার স্ত্রীকে আটক করেছে। নিহত সোনারা বেগম (৪৫) ওই গ্রামের তেরাব মিয়ার স্ত্রী। ওই দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতরা হলেন- করপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগম। 

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, সৎ ভাই আবদুল করিম ও তেরাব মিয়ার মধ্যে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে বাঁশ কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বৃহস্পতিবার উভয় পরিবারের মধ্যে ফের ঝগড়া বাঁধে। একপর্যায়ে আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগম একজোট হয়ে তেরাব আলীকে মারধর শুরু করেন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে আবদুল করিম স্টিলের বড় একটি ছোরা দিয়ে তেরাব আলীর স্ত্রী সোনারা বেগমের ঘাড়ের পেছন দিকে কোপ দেন। এক কোপেই ঘটনাস্থলে মারা যান সোনারা বেগম। 

খবর পেয়ে পুলিশ আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগমকে আটক করেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা