মূক বধিরদের সরকারি চাকরি প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

মূক বধিরদের সরকারি চাকরি প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন

যোগ্যতা অনুযায়ী মূক বধিরদের সরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রদান এবং জাতিসংঘ ঘোষিত 'আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস' ও 'আন্তর্জাতিক বধির সপ্তাহ পালন' উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মূক বধির সংঘের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আজিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ইশারা ভাষায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, মো. ফরহাদ হোসেন রনি, রাকিব আল হাসান, মো. সুমন খান, আবু ছালেক সাকিল ও জাহিদ হাসান। দোভাষী নওশাদ মিয়া তাদের ইশারা ভাষার বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন মানববন্ধনে। মানববন্ধনে মূক বধিরদের পরিবার ও স্বজনরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে মূক বধিরদের পক্ষে দোভাষী নওশাদ মিয়া যোগ্যতা অনুযায়ী মূক বধিরদের সরকারি যে কোনও প্রতিষ্ঠানে চাকরিসহ কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা