শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কেজি ওজনের সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সৗদি আরব থেকে আসা এ যাত্রীর কাছে থেকে ২৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১১টা ১২ মিনিটে সৌদি এয়ারলাইন্সের (এসবি- ৮০৪) নম্বরের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিওিতে খরব পেয়ে ঢাকা কাস্টম হাউজের (প্রিভেন্টিভ) টীমের সদস্যরা ওই ফ্লাইট থেকে তাকে আটক করে। পরে যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২৫ পিস সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোগুলো ঢাকা কাস্টম হাউজে জমা আছে।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা