আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-07-2021

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। আফগান সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান সেনাবাহিনীকে সহযোগিতা করতেই বিমান হামলা চালানো। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আফগান বাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা আরও চালানো হবে। আর এটির বৈধতা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। এএফপি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা