রাজধানীর গুলশান লেকে নৌকাডুবি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

রাজধানীর গুলশান লেকে নৌকাডুবি

রাজধানীর গুলশান লেক পারাপারের সময় কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি লেকের অংশে কয়েকজন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার শাফায়াত গণমাধ্যমকে বলেন, নৌকায় করে বেশ কয়েকজন কড়াইল বস্তির দিকে যাচ্ছিলেন। লেকের মাঝামাঝি হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করেন। ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা