নেত্রকোনায় সংকটের মাঝেই এক ডিলারের কাছে মিলল ৬৫০ বস্তা সার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

নেত্রকোনায় সংকটের মাঝেই এক ডিলারের কাছে মিলল ৬৫০ বস্তা সার

চলছে আমন আবাদের ভরা মৌসুম। সময় যাচ্ছে জমিতে সার দেওয়ার। আগামী এক থেকে দুই সপ্তাহ পরই দেয়া যাবে না সার। এদিকে, নেত্রকোনা জেলার সর্বত্র দেখা দিয়েছে সংকট। কৃষকরা দিশেহারা হয়ে ছুটছে। প্রতি বস্তায় এক একজন কৃষক ২০০ থেকে ২৫০ টাকা বেশি দরে কিনছে সার। জেলা প্রশাসক জানিয়েছিলেন, কোথাও সার রেখে সঙ্কট দেখিয়ে বেশি দরে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। 

সরেজমিন দেখা গেছে, ইউনিয়ন পর্যায়ের ডিলাররা সার পাচ্ছেন মাত্র ২০ বস্তা করে। যে কারণে চাহিদা মিটাতে পারছেন না তারা। ঠিক এমন এক মুহুর্তে খবর পাওয়া গেল জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মামুন এন্টারপ্রাইজ নামের বিসিআিইসির এক ইউনিয়ন ডিলারের গুদাম ভরা সারে। মজুদ রেখেই সাব-ডিলারদের কাছে সার দিচ্ছেন না। এ নিয়ে মনসুরুল হক রিমান নামের এক সাব-ডিলার লিখিত অভিযোগও দিয়েছেন। 

তেলিগাতী বাজারের রিমানসহ বেশ কজন সাব-ডিলার জানান, গত ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আমাদের ইউনিয়নে মামুন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. সালেক মিয়ার আন্ডারে ৫ জন খুচরা সাব-ডিলার এবং বিক্রেতাকে সার দেয়ার কথা। কিন্তু গুদাম ভর্তি রেখে নিজেই বাড়তি দামে খুচরা বিক্রি করছেন। এ বিষয়ে গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি বিভাগ ও ইএনওকে জানানো হয়। তারা সন্ধ্যায় পরিদর্শন করে সাড়ে ৬০০ বস্তা সার মজুদ পেয়েছেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমাদেরকে বৃহস্পতিবার উপজেলা অফিসে ডেকেছেন সার দেয়ার জন্য। 

এ ব্যাপারে পরিদর্শনকারী আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা জানান, তারা এসে সার মজুদ পেয়েছেন। কিন্তু কত বস্তা তা তিনি বলতে পারছেন না বলে জানান। 

আটপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ ডিলারের পক্ষে সাফাই গেয়ে বলেন, সাড়ে ৬০০ বস্তা পাওয়া গেছে। সবার মাঝে বিলিয়ে দেবো আপনাদের সামনেই। 

এতোগুলো বস্তা একজনের কাছে কিভাবে এলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সিজনে মজুদ করা হয়েছিলো। বাড়তে বাড়তে বেশি হয়ে গেছে। সড়কে কাঁদার জন্য বের করতে পারছেনা। 

তবে একজন ডিলারের কাছে এতো বস্তা রেখে অন্যদের না দিয়ে আটকে রাখার বিষয়ে পদক্ষেপ নেননি কেন জানতে চাইলে তিনি বলেন। আমরা শোকজ করবো। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা