যৌতুক মামলায় সিআইডি কর্মকর্তা কারাগারে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-09-2021

যৌতুক মামলায় সিআইডি কর্মকর্তা কারাগারে

খুলনায় যৌতুক মামলায় সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মিঠুন রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক দিলরুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খুলনার ডুমুরিয়ার ছেলে মিঠুন রায় ঢাকা সিআইডির মালিবাগ কার্যালয়ের সাইবার শাখায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। মামলায় বাদীপক্ষের আইনজীবী ড. মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মিঠুন রায় ২০১৭ সালে প্রেমের সম্পর্কের জের ধরে খুলনার বাটিয়াঘাটার দেবিতলা গ্রামের প্রীতি বিশ্বাসকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। পরবর্তীতে দুই বিঘা জমি, ১০ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রীতিকে নির্যাতন ও মারধর শুরু করেন মিঠুন। 

এ ঘটনায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন প্রীতি বিশ্বাস।

আইনজীবী ড. মো. জাকির হোসেন বলেন, প্রীতি বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সরাসরি মামলাটি আমলে নিয়ে মিঠুনের বিরুদ্ধে সমন জারি করেন। বুধবার মিঠুন রায় আদালয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে মিঠুন রায়ের জামিন আবেদন নামঞ্জুর করে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিঠুন রায়ের বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। একটি যৌতুক মামলা ও অপরটি পারিবারিক মামলা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা