মিয়ানমারের থান্টলাং শহরে সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত ৪


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

মিয়ানমারের থান্টলাং শহরে সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত ৪

মিয়ানমারের সীমান্তবর্তী একটি শহরে গেরিলাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছে। গতকাল মঙ্গলবার মিয়ানমারের থান্টলাং শহরে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, সংঘর্ষের সময় প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়। এতে শহরে বসবাসকারী ১০ হাজারের অর্ধেক লোক পালিয়েছে। এছাড়া সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : পার্সটুডে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা