অ্যাস্ট্রো টার্ফের হকি স্টেডিয়াম পাচ্ছে কাশ্মির


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

অ্যাস্ট্রো টার্ফের হকি স্টেডিয়াম পাচ্ছে কাশ্মির

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের হকি খেলোয়াড়দের জন্য এলো নতুন এক সুখবর। অ্যাস্ট্রো টার্ফের একটি হকি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হয়েছে সেখানে। এতে খেলোয়াড়রা আগের তুলনায় আরও অনেক স্বাচ্ছন্দে ও ব্যথাহীন ভাবে খেলতে পারবে বলে জানিয়েছে জি নিউজ।

জানা যায়, কাশ্মিরের দক্ষিণে অবস্থিত পুলওয়ামা জেলার সরকারি স্কুল প্রাঙ্গণে এই স্টেডিয়াম নির্মিত হবে। কাশ্মিরের মাটিতে যা হবে প্রথম অ্যাস্ট্রো টার্ফের স্টেডিয়াম।

এ প্রসঙ্গে কাশ্মিরের যুব সেবা ও ক্রীড়া কর্মকর্তা নুর উল হক জানান, আমি এই স্টেডিয়াম নিয়ে খুব উচ্ছ্বসিত। জম্মু ও কাশ্মির প্রশাসনকে আমি এর জন্য ধন্যবাদ জানাই। এখানকার তরুণরা হকি খেলতে ভালোবাসে। কিন্তু ভালো মাঠের ওভাবে পেশাদার খেলোয়াড়রাই ইনজুরিতে পড়ে যায়। আশা করছি সে সমস্যা চলে যাবে।

এদিকে, নিজ এলেকায় অ্যাস্ট্রো টার্ফের হকি স্টেডিয়াম নির্মাণের খবর শুনে উচ্ছ্বসিত স্থানীয়রা। সবচেয়ে খুশি হয়েছে হকি খেলোয়াড়রা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা