তেতুলিয়া নদীর ভাঙ্গনরোধে গ্রামবাসীর মানববন্ধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

তেতুলিয়া নদীর ভাঙ্গনরোধে গ্রামবাসীর মানববন্ধন

তেতুলিয়া নদীর ভাঙ্গনরোধে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় নদীর তীরে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন চিত্র শিল্পী ও লেখক সাইফুল্লা নবীন। তিনি বলেন, তেতুলিয়া নদীর ভাঙ্গনে ইতোমধ্যে স্থানীয় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ভাঙ্গনের হুমকিতে রয়েছে সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কৃষি জমি, বাগান ও বসত বাড়ি সহ অন্যান্য স্থাপনা।

তিনি অবিলম্বে তেতুলিয়া নদীর ভাঙ্গনের কবল থেকে সাদেকপুর গ্রামবাসীকে রক্ষায় প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)