শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন
জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় আনোয়ার হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল ছালেকের ছেলে। 
 
মামলা সূত্রে জানা যায়, আসামী আনোয়ার হোসেন শিশুটির পিতা স্বপন চৌধুরির বাড়িতে ১০ বছর ধরে কাজ করতেন। ২০১০ সালের ২৮ মার্চ আক্কেলপুর উপজেলার চৌধুরি পাড়ায় দুপুরে শিশু সাব্বির নিজ বাড়িতে খেলা করছিল। এসময় আনোয়ার হোসেন শিশু সাব্বিরকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ঘরের মধ্যে রেখে দেন। এক পর্যায়ে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরবর্তীতে শিশুটির স্বজনরা জানতে পারেন আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে আটকে রেখেছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে শিশু সাব্বিরকে উদ্ধার করে এবং আনোয়ার হোসেনকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি ফিরোজা চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা