দারুস সালামে ভুয়া পুলিশ পরিদর্শক গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

দারুস সালামে ভুয়া পুলিশ পরিদর্শক গ্রেফতার

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে এক ভুয়া পুলিশ পরিদর্শককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. হাবিবুল্লাহ তালুকদার অভি, তার বাড়ি ঢাকার সাভারে।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দারুস সালাম থানার গাবতলী তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুলিশ সার্জেন্ট ও টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে একজন মোটর আরোহীকে থামার সিগন্যাল দেওয়া হয়। চালক মোটর বাইক থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক নিজেকে সিআইডির পুলিশ পরিদর্শক হিসেবে পরিচয় দেন। তখন পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটর বাইক। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি পাসপোর্ট একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

দারুস সালাম থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা