অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য আটক

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকিরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আলমগীর জাহান।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচাপাড়া গ্রামের অভয় চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের প্রফুল চন্দ্র দাসের ছেলে উজ্জল চন্দ্র দাস(২২), পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল মাহমুদ (৩৩) ও বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের অদ্দয় সরকারের ছেলে মুকুল সরকার (২৫)।

ওসি আলমগীর জাহান জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। আবার কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। 

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যানসহ ওই চারজনকে আটক করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা