টাইপরাইটারে পোট্রেট তৈরি করেন এ শিল্পী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

টাইপরাইটারে পোট্রেট তৈরি করেন এ শিল্পী

৫০ বছর ধরে টাইপরাইটারে শিল্পকর্ম সৃষ্টি করে চলেছেন এ সি গুরুমূর্তি। টাইপরাইটার দিয়ে সাধারণত লেখালেখির কাজ করা হলেও গুরুমূর্তি তৈরি করেন পোট্রেট। বিশ্বজুড়ে বিখ্যাত অনেক ব্যক্তিদের পোট্রেট তিনি তৈরি করেছেন। এর মধ্যে আছে রাজনীতিবিদ, দার্শনিক, খেলোয়াড়, অভিনেতা, সমাজ সংস্কারকের পোট্রেটও। তিনি ঐতিহাসিক স্থাপনারও পোট্রেট তৈরি করেন।

গুরুমূর্তির তৈরি এসব পোট্রেট পেন্সিল স্কেচের মতোই ভারি সুন্দর দেখায়, কখনো কখনো বরং পেন্সিল স্কেচের চেয়েও সুন্দর। টাইপরাইটারে এভাবে ছবি আঁকা অবশ্যই সহজ কোনো কর্ম নয়। কারণ সোজাসুজি লেখার জন্য সেভাবেই টাইপরাইটার তৈরি করা। অথচ গুরুমূর্তি এর মাধ্যমেই বিভিন্ন প্যাটার্ন, শেড ও আকৃতির পোট্রেট তৈরি করে চলেছেন। তার আশা, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবে তার শিল্পকর্ম।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা