পপি নিরুদ্দেশ, নাকি মা হতে চলেছেন?


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

পপি নিরুদ্দেশ, নাকি মা হতে চলেছেন?

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি কয়েক মাস ধরে নিরুদ্দেশ রয়েছেন। কখনো শোনা যাচ্ছে তিনি বিয়ে করেছেন, আবার শোনা যাচ্ছে মা হতে চলেছেন। নানান মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। কিন্তু পপি না থাকার কারণে নানাভাবে আটকে আছে কয়েকটি সিনেমা।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় পপি সর্বশেষ যে সিনেমা পূর্ণাঙ্গভাবে শেষ করেছিলেন সেটি হলো ‘সাহসী যোদ্ধা’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সিনেমাটিতে পপিকে নিয়ে কাজ করাই ছিল আমার চ্যালেঞ্জ। অনেক কষ্টে সিনেমাটি শেষ করেছি। পপি ডাবিংও করেছেন। আশা করছি, আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেব।’

পপিকে নিয়ে রাজু আলীম শুরু করেছিলেন ‘প্রজাপতি’ নামের একটি সিনেমা।

আমিরুল ইসলাম শোভা শুরু করেছিলেন, ‘সেভ দ্য লাইফ’ এবং আরিফ শুরু করেছিলেন ‘শরৎচন্দ্র কাঠগড়ায়’। এ ছাড়াও আরও কয়েকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা।

নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীরেরও পপিকে নিয়ে কয়েকটি নাটক নির্মাণের পরিকল্পনা ছিল। কারণ বিশেষ বিশেষ দিবসে হাসান জাহাঙ্গীর পপিকে নিয়ে নাটক নির্মাণ করে থাকেন।

নারীপ্রধান গল্পের সিনেমাতে অভিনয় করে পপি প্রশংসিত হয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘দরিয়া পাড়ের দৌলতী’, ‘ ডাকুরানী’, ‘গার্মেন্টস কন্যা’, ‘বস্তির রানী সুরিয়া’।

পপি অভিনীত ‘রানী কুঠির বাকী ইতিহাস’ সিনেমাটি দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন অনেকেই।  এক অনুষ্ঠানে এ টি এম শামসুজ্জামানের সামনেই পপিকে সরাসরি তাঁর অভিনয়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা