জয় নিশ্চিতের পর ধন্যবাদ জানাতে মেট্রো স্টেশনে ট্রুডো


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

জয় নিশ্চিতের পর ধন্যবাদ জানাতে মেট্রো স্টেশনে ট্রুডো

২০১৫, ২০১৯ সালের পর ২০২১ - এও নির্বাচনে জয় পেলেন জাস্টিন ট্রুডো। জয় পাওয়ার পরের সকালে মন্ট্রিলের মেট্রো স্টেশনে ছুটে গিয়েছেন তিনি। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন, ছবি তুলেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগের নির্বাচনগুলোতে জয় পাওয়ার পরও এমনটা করেছিলেন কানাডার নবনির্বাচিত এ প্রধানমন্ত্রী।

মেট্রো স্টেশনে তোলা ছবি পোস্ট করে টুইটারে ট্রুডো লিখেছেন, ২০১৫ ও ২০১৯ এর মতো আমি আজ সকালে মন্ট্রিলবাসীদের ধন্যবাদ জানাতে মেট্রোতে গিয়েছিলাম। 

জয় নিশ্চিত হলেও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন ট্রুডো। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনের প্রয়োজন হলেও ১৫৮ সিটে ট্রুডোর লিবারেল পার্টি জয় পেয়েছে কিংবা এগিয়ে আছে। এতে পূর্বের মেয়াদের মতো এবারও সংখ্যালঘু সরকার গঠন করতে হবে তাকে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা