জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ যুবক গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ভুয়া জাতীয়তা সনদপত্র তৈরির অভিযোগে বখতেয়ার ট্রেডার্স নামে একটি দোকান থেকে মো. জিয়া উদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. জিয়া উদ্দিন বায়েজিদ থানার কুলগাঁও বেপারীপাড়া লতিফ মোল্লার বাড়ির মো. আবু তাহের ছেলে।   

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জিয়া উদ্দিন জালালাবাদ এলাকায় একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে কাউন্সিলরের নামে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, চারিত্রিক সনদ ইত্যাদি তৈরি করে আসছে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য কাউন্সিলর সশরীরে দোকানে গেলে ঘটনার সত্যতা পায়। পরে কাউন্সিলরের ব্যক্তিগত সচিব সাজ্জাদ হোসাইন থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে  জিয়াকে গ্রেফতার করেন।  

অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম জানান, দোকান হতে জাল জাতীয় সনদপত্র, জাল সনদপত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ওয়ার্ড কার্যালয়ের সচিব বাদি হয়ে বায়েজিদ থানায় মামলা করেছেন। ওই মামলায় জিয়া উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা