কুমিল্লায় আগুনে পুড়ে মরলো শিকলে বাঁধা তরুণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-09-2021

কুমিল্লায় আগুনে পুড়ে মরলো শিকলে বাঁধা তরুণ

কুমিল্লায় আগুনে পুড়ে আলাউদ্দিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সে বুড়িচং উপজেলার খারেরা গ্রামের আবদুল মমিনের ছেলে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুড়িচংয়ের কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আলাউদ্দিন। কিছুদিন পরপর মানসিক সমস্যা দেখা দিত তার। যার কারণে তাকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে রাখা হতো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন লেগে পাশের একটি ঘর ও তার কক্ষটি পুড়ে যায়। সেখানে মৃত্যু হয় তার। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ওই কক্ষ থেকে আলাউদ্দিনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুনেছি বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ঘর থেকে সবাই বের হয়ে গেলেও শিকলবন্দী থাকায় আলাউদ্দিন বের হতে পারেনি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা