ক্লাসে ছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল, অভিভাবকদের সতর্ক করলেন অধ্যক্ষ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-09-2021

ক্লাসে ছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল, অভিভাবকদের সতর্ক করলেন অধ্যক্ষ

কুমিল্লায় ক্লাসে পাঁচ ছাত্রীর টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলেছে। এক মিনিট ২০ সেকেন্ডের টিকটক ভিডিওতে দেখা যায়, ফাঁকা শ্রেণিকক্ষে হিন্দি গানের সঙ্গে নাচছেন ওই পাঁচ ছাত্রী। তাদের পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ধারণ করা সেই ভিডিও পোস্ট করতেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

জানা গেছে, নাচের ভিডিওটি ধারণ করেছে কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্রী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, স্কুলের পাঁচ ছাত্রী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমরা বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সতর্ক করেছি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা