সিলেটে কৃষক হত্যার দায়ে বাবা-ছেলে গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-09-2021

সিলেটে কৃষক হত্যার দায়ে বাবা-ছেলে গ্রেফতার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক লিয়াকত আলী হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে কুলাউড়ার নর্তন গ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার সুলতানপুর গ্রামের মৃত উসমান আলী ছেলে মাহতাব উদ্দিন ও মাহতাব উদ্দিনের ছেলে মামুন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর হাওরে জমির আইল নিয়ে বিরোধের জের ধরে হামলায় মারা যান কৃষক লিয়াকত আলী। পরে নিহতের পরিবার থেকে ফেঞ্চুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা