ইভ্যালির এমডির বিরুদ্ধে এবার যশোরে চেক জালিয়াতির মামলা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-09-2021

ইভ্যালির এমডির বিরুদ্ধে এবার যশোরে চেক জালিয়াতির মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের নামে চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে (চৌগাছা) এ মামলাটি দায়ের করেন চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালি কর্তৃপক্ষ তার কাছ থেকে টাকা নিয়েও পণ্য দিতে ব্যর্থ হয়। পরে ২৫ জুলাই ইভ্যালির পক্ষ থেকে তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের এক লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করা হয়। কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

মামলার বাদী জানান, আদালত ১৩৮/১৪০ ধারার অপরাধ আমলে নিয়ে মামলাটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেছেন। আগামী ৩ নভেম্বর আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা